ভাষাহীন হয়ে যেতে থাকি আনমনে তোমারই নূপুর বাজে রাঙা সূর্য তোমার মুখেই লেগে থাকে জ্যোৎস্নায় শাড়িপরা রাতে তুমিই ধারণাতীত লাজুক রূপসী আমি কম্পিত বঙ্গদেশ, দগ্ধ বাংলাভাষী উদাসীন চেয়ে চেয়ে দেখি আমারই রক্তে প্রবাহিত নদী শ্যামল সবুজ মাঠ, কাতর আত্মীয় কারা এসে দাগ কাটে? দাগে দাগে অন্ধকার মৃত প্রজ্ঞার কাছে একা একা কাঁদি সমৃদ্ধির হাতটুকু ধরবে না এসে? রাখালিয়ার শেষে বাজাবে না বাঁশি? মৃদঙ্গে আবার তবে গৌরাঙ্গ হই গৃহসন্ন্যাসী মুখর বাংলায় অমরত্ব খুঁজে দেখি…
এখনএবার
শয্যা পেতে দাও এখানে বিশ্রাম নিই। ঘুমের সাধ জেগে আছে আর কোনো স্বপ্ন নেই।
কত বৃষ্টি, কত গর্জন গেল পাড়া ভর্তি এখন নির্জন রাজনৈতিক দৃশ্যগুলি অন্তর্হিত হলে স্বর্গের আভাস দেখা যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন