শনিবার, ১৫ আগস্ট, ২০২০

স্মরণঃ সুমিত চট্টোপাধ্যায় ব্রততী ঘোষরায়

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ২।। ১৫ আগষ্ট, ২০২০



স্মরণঃ সুমিত চট্টোপাধ্যায়  ব্রততী ঘোষরায়


সুমিত চট্টোপাধ্যায় ।। আতঙ্ক

ঘরে ফিরে দরজায় তালা-- রাত-- বাইরে আতঙ্ক !
রাত-খাবারের শেষে ঘুম-- স্বপ্ন-- ওপারে আতঙ্ক !
মতামত-তর্কে জমে ওঠে-- আড্ডা-- বিতর্কে আতঙ্ক !

এমন একটা দেশ আমাদের-- মহীরুহের মতো আপনি
সামনে কুঠার এক প্রশ্নচিহ্ন যেন
অনবরত জানান দেয়-- আপনি কে ?

দীর্ঘ বাস-- মেলামেশা-- পড়শির চোখে অসীম সন্দেহ হঠাতই।
অন্তরাত্মা কেঁপে ওঠে, এই কী তবে আতঙ্ক--
অজানা গোপন কোনও কারখানায় বানানো চতুর উদ্দেশ্যে ?



ব্রততী ঘোষরায়।।শব্দের ঘুঙুর

সোনালি উঠোনে শব্দের ঘুঙুর
মায়াদোলকে রোদ্দুরের ওঠানামা
সময়কে মুঠো করে প্রহর জানাচ্ছে এক দুই
এক প্রহর দুই প্রহর মায়াবৃত্ত ঘুরে যাচ্ছে

এখন অপেক্ষার সময়-- নীল ডানায় পাখি ভাসছে
হলুদ বেগুনি রঙে হাত ডুবিয়ে চরাচরও ভেসে যাচ্ছে
কচুরিপানার পাতলা পাপড়ি ভরা একটু বুনো জল
তারও ভালোলাগার মতো প্রহর আছে
সে ডুবজলে যত্নে রেখেছে অনেককিছু
ওপাশে কাঁটার মতো শিউরে ওঠা ঝোপ
সেখানে আলো মাখানো দুপুর
সোনালি উঠোন শব্দঘুঙুর বাজিয়ে সময়কে ডাকছে
রোদ্দুরের মায়াদোলকে কাছে আসছে দূরে যাচ্ছে
প্রহরের দল, গেঁথে রাখছে এক, দুই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন