শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কবিতা ।। ইন্দ্রাণী দত্ত পান্না

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ২।। ১৫ আগষ্ট, ২০২০




ইন্দ্রাণী দত্ত পান্না ।। মাংসাশী

যে চারটে দেয়াল ঘিরে ধরেছে তারা যেন কলসপত্রী
গিলে নিচ্ছে ধীরে আর পড়ে থাকছে খোসলখানা।
কাছে নেয় না, দেখা দেয় না, স্পর্শদোষের ভয়ে সব
কিছু দূরে সরে গেলে চট চটে আঠা আর নিষ্পেষণ থেকে যাচ্ছে মুর্শীদহীন।
সাকরেদী নেই, আলো নেই, নূরের খবর হয়না তাই
ভোর বেলার ধূমকেতু কয়েক হাজার বছর পার করে এসে নতুন পৃথিবী চিনতে পারল না
আমরাই কি চিনতে পেরেছিলাম হাসি খুশি পড়শিকে?
কখন বসার ঘর সাজিয়ে নিয়েছি বিষাক্ত টবের গাছে!
যখন শুশ্রূষার হাত হয়ে যায় নির্লিপ্ত বিবৃতি শুধু...। তখন কলসপত্রী নিজের সীমানা বাড়াতে বাড়াতে
অতিকায় কদাকার প্রশ্নচিহ্ন হয়ে দুলতে থাকে জঙ্গল সভ্যতায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন