শনিবার, ১৫ আগস্ট, ২০২০

দুটি কবিতা ।। সমর সুর

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ২।। ১৫ আগষ্ট, ২০২০



সমর সুর।। দুটি কবিতা

অসুখ 

বড় কষ্টে আছি
বহুদিন কোন শরীর খারাপ নেই।
মাঝে মাঝে একটু আধটু নাহলে কি চলে !
তবু সে বলতো আহা রে ! ডাক্তার দেখিয়েছো
ঠিক মতো ওষুধ খেও 
হয়ত বা বলতে কাছাকাছি থাকলে ঠিক যেতাম তোমার  কাছে।
তুমি কতদূরে থাকো !
আর কত কাছে থাকলে আসতে তুমি 
আর কত কাছে থাকলে তোমার স্পর্শ পেতাম 
সেতু আর দূরত্ব খুব সংবেদনশীল বলেই বিপ্রতীতে রয়ে গেছি আমি।
বড় কষ্টে আছি 
আজকাল আর কোন অসুখই হয় না।
হারানো বন্ধুরা যদি ফিরে আসে আবার কখনো 
গভীর অসুখ নিয়ে বিছানায় শুয়ে থাকবো সমস্ত গ্রীষ্মকাল


দূরবীন


দূরবীন হারিয়ে  ফেলেছি
দৃশ্যত অস্পষ্ট হাতের নাগাল 
এত দিনের চেনা শহর তবুও অচেনা প্রিয় মুখ।
ঘর থেকে ছুটে যায় জেব্রা 
কালো দাগ পড়ে থাকে বিষণ্ণ চৌকাঠে।
খুঁজবো কোথায় অন্ধকার রাস্তাঘাট, অলিগলি।
কাল চুরি হয়ে গেছে বন্ধুর বৈশাখী  
বিবাহ বাসর থেকে তানপুরা হাতে ফিরে আসে গোলাপ সুন্দরী।
আমাকে শোনাবে গান !
দূরবীন পেলে আমি হারানো নোলক খুঁজে দেব।
অষ্টাদশী চাঁদ ঘুমিয়ে পড়েছে শ্রাবণ ছায়ায় 
অন্ধকার , অন্ধকার আরও তীব্র হলে 
গভীর অরণ্যে ডুবে যায় যীশুর রক্তাক্ত হাত, প্রিয় মুখ, গোলাপ সুন্দরী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন