শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কবিতা।। অনিন্দ্যকেতন গোস্বামী

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ২।। ১৫ আগষ্ট, ২০২০



অনিন্দ্যকেতন গোস্বামী ।। পুকুর  


সংস্কার খেলে গেল পুকুরের জলে-
মৃদু ঢেউ.. 
উন্মুখভাবে শ্যাওলারা নতমুখী, পিপাসার্ত
ডাইনে বাঁয়ে আঁচড় কেটে আল্পনা তোলে চাঁদ। 
 ঝুড়ি ঝুড়ি গদ্যের  শস্য উঠে আসে ঘাটে
পুকুর এতো কাব্য হতে পারে বুড়ো পৃথিবী তা আগে বোঝেনি... 
 এই পুকুরেই বুড়ি খেত ডুবেছিলো একদিন
পলির মত পৃথিবী গলেছিলো ঘাটে
আজ ঢের ঢের দিন পার হয়ে জ্যোৎস্নারা ডুবে ডুবে সংস্কারে রটে যায় ঘাট... 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন