শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কবিতা।। গৌতম হাজরা

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ২।। ১৫ আগষ্ট, ২০২০



গৌতম হাজরা।। দু'একটা সাদা পালক


এই জন্ম সত্যি কিংবা মিথ্যে হোক
আমাদেরও উড়ে চলার শব্দ আছে
শব্দে আমরা জন্ম দিই আলো আঁধার
শব্দে বহন করি শীত গ্ৰীষ্ম বষা' হেমন্ত শরৎ
শব্দে ডানা ঝাপটাতে ঝাপটাতে দেখি 
পাতা ঝরা আর উঠোন জুড়ে বসন্তকাল
এই জন্ম সত্যি কিংবা মিথ্যে হোক
আমরা কিন্তু অনেক কিছুই দেখেও নীরব দশ'
কারণ, আমাদের
্যক্তিগত আশ্রয়ে মিশে আছে
পাখিদের ঝরে যাওয়া দু'একটা সাদা পালক !


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন