মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ২।। ১৫ আগষ্ট, ২০২০

মন্দিরা
ঘোষ।।
তিনটি
কবিতা
আদ্যিকাল
পুরনো
অভ্যাসের
তাকে
সাজানো
লাল
লেটারবক্স
ফিরিয়ে
দিতে
পারে
পুনশ্চ
লেখা
একটি
নদীর
নাম
ধূসর
পঙক্তির
চিরকুট
জুড়ে
সাইকেলের
টুংটাং
শব্দ
এনভেলপের
ভাঁজ
থেকে
আস্ত
একটা
ঝিনুক
সন্ধে
উড়ে
যায়
সুতোয়
বাঁধা
হলুদ
পোস্টকার্ডের
লাটাই
খুলতে
খুলতে
ঝোড়ো
মনখারাপ
দুঃখজানলায়
ডুব
দ্যায়
নামাজদুপুর
বানানের
ভাঙচুরে
একটা
ওল্টানো
গল্পের
সংকেত
চোখ
ডুবিয়ে
হাতড়ে
যাই
আদ্যিকাল
ধর্মাবতার
ফুরিয়ে
যাচ্ছে
সব
উদাহরণ
সন্ধের
কাছে
কোনও
জিজ্ঞাসা
পড়ে
নেই
ভুলভাল
ঠিকানায়
পৌঁছে
গ্যাছে
অতীতের
ক্রিয়াপদ
সব
ক্লোরোফিল
শুষে
ঘুমিয়ে
পড়েছে
প্রপিতামহের
বাগান
আগুনেও
কি
ঢাকে
রক্তের
কান্না
এইসব
নখ
আর
দাঁতের
জন্য
আর
কোনো
পৌষ
ডেকো
না
ধর্মাবতার
তোমার
আন্তরিক
পাশফেরা
ছড়িয়ে
দাও
অসুখের
অক্ষ
বরাবর
তলিয়ে
যাক
প্রতিটি
উন্নাও
জ্বরের
সমুদ্রে
তোমার
ঘাড়ে
যে
আর
কোনও
মাথা
নেই
ঘুরে
তাকাবার
কাগজফুল
সময়ের
আগে
হাঁটতে
চাইলে
জীবনের
দু-একটা
অক্টেভের
রং
বদলে
ফেলা
জরুরি
মাঝে
মাঝে
বন্ধজানলা
খুলে
দিলে
বেপথু
হাওয়ায়
উল্টে
যায়
জীবনবিজ্ঞানের
পাতা
মেঘের
মোড়কে
লুকিয়ে
আছে
যে
সব
অচেনা
পাখির
গান
তাদের
নির্লিপ্তির
রঙে
মিশে
আছে
সবুজখামারের
বিষণ্ণতা
তোমার
দেখার
খাদে
চিঠির
মন্বন্তর
লুকিয়ে
সীমান্তের
কাছে
অংকরা
স্বাধীনতা
চায়
আর
একটিবার
অনাঘ্রাতা
সকাল
ফেরত
পেলে
তোমার
অলিভশার্টের
কলারে
এঁকে
দেবো
ফ্লাইক্যাচারের
উষ্ণতা
আজও
জানা
হয়নি
তোমার
নোটবুকে
বোগেনভিলিয়ার
নাম
ফোর
ও
ক্লক
থেকে
কেন
কাগজফুল
হয়েছিল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন