শনিবার, ১৫ আগস্ট, ২০২০

কবিতা ।। হিরণ মিত্র

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ২।। ১৫ আগষ্ট, ২০২০



হিরণ মিত্র৷৷ কিছু কি বানাচ্ছো !


তোমরা একটা হিরণ মিত্র
                                বানিয়েছো!
আমি মাঝে মাঝে ঢুকে পড়ি
                                সেই খোলসে!
আশ্চর্য, এই ঢুকে পড়া, অভিনয়
                                                এবং
একটা অনিশ্চিত যাত্রার মাদকতায়
                                বিভোর থাকা...
তোমরা তো, আপত্তি করলে না?
                                হয়তো দেখলেও না,
অলক্ষ্যে কী ঘটে গেলো, সেই সময়,
                                আমি সব লক্ষ্য করলাম৷
তোমরা বেশ গল্পে মেতে উঠেছো,
                                সামান্য নিন্দে মন্দ, গসিপ,
কী নিয়ে বুঝতে পারছি না৷
খোলসের ভিতরে আছি,
                                শব্দ, ক্ষীণ!
হালকা আঁধার, অদ্ভূত একটা গন্ধ
আমি ওই বানানো হিরণকে তখন চিনতে
                                পারছি না!
 
আমি এখন অন্য এক বানানোয়
                                মন দিয়েছি!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন