বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

সাপ্তাহিক সংখ্যা ১ ।। ৭ আগষ্ট,২০২০ ।। সম্পাদকীয়

আ মা দে র ক থা

অনলাইন সাপ্তাহিক কবিতাপত্র হিসেবে 'মাসিক কবিতাপত্র'-র পথচলা শুরু হলো এ বছর বাইশে শ্রাবণেকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসেআজকের এই মহামারী সময়ে। কলেজ স্ট্রিট বন্ধ। বইপাড়া বন্ধ। আমাদের প্রকাশনা দপ্তর 'উবুদশবন্ধ। প্রেস বন্ধ।অগত্যা আমরা নতুন রূপে ফিরে এলাম নতুন নতুন কবিতা নিয়ে। এ সময়ের তরুণ প্রজন্ম থেকে চিরকালীন বাংলা কবিতার প্রতি 'মাসিক কবিতাপত্র'-র আসক্তি। এই অনলাইন সংখ্যাতেও সেই প্রবণতা জারি রইলো। আপনাদের মতামত পেলে আমাদের ভালো লাগবে।

এইরকম একটি মননহীন আবহেমাসিক কবিতাপত্রের আন্তর্জাল সংখ্যা৷ মহামারীর ভেতর মারামারি৷ ঠিক ভুলের৷ লেখা অলেখার৷ মানুষের জন্য কাজ করা বনাম ঘোলাজলে রাজনীতির সস্তা ডিঙ্গা ভাসানোর৷ নীরব দর্শক আমরা৷ তবু সামান্য কিছু বলার চেষ্টা করলামএই সংকটে৷  ভালো থাকুন৷ পাশের বাড়ির মানুষদের সাবধান হতে বলুন৷

এই আন্তর্জাল সংস্করণ চারদিকের অজ্ঞানতারউদাসীনতার বিরুদ্ধে একটি শাণিত ডায়রি৷ অন্ধকারের নৌকা৷ কিছু পুনর্মুদ্রণ ও কবিতাগদ্য এই অন্তরীণকালের ডায়েরির মতো আমাদের এই সংগ্রহে প্রকাশিত হলো৷ আসলে আমরা প্রত্যেকেই একই লড়াইয়ের সেনানী৷ এই বোধ থেকেই আমাদের এই সামান্য আয়োজন৷ মহামারীর বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা পরস্পরের সঙ্গে থাকি৷ সচেতনতা বাড়ুক আমাদের৷ সকলে সুস্থ থাকুন৷ সঙ্গে থাকুন৷ অন্তরীণে থাকুন৷ জয় মানুষের হবেই৷৷


৬টি মন্তব্য:

  1. জয়যাত্রার শুভেচ্ছা জানাই।

    উত্তরমুছুন
  2. এই অনলাইন পত্রিকাটির সর্বাঙ্গীণ সাফল্য এবং শ্রীবৃদ্ধি কামনা করি।

    উত্তরমুছুন
  3. লেখা পাঠানোর জন্যে কি করতে হবে?

    উত্তরমুছুন