বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

কবিতা/প্রবীর দাস


প্রবীর দাস।।কিছুটা প্রেম


প্রতিটি দিনের ছোটোখাটো ভ্রমণের শেষে

পিছনের পথে খোদিত চিহ্ন যত ফিরে ফিরে দেখা

কানে বাজে কালজয়ী বাউলের সুর

যে পথে কিছুতেই পুনর্বার ফিরে আসা নয়

ভেসে ভেসে ক্ষয়ে যাওয়া মেঘের মতন

সেই পথে ডালপালা ফুল ও পাতা

পুড়ে পুড়ে ছাই, উড়ে যায় স্মৃতিমগ্ন সন্ধ্যার নির্জনে

এঁকে রাখা জলের বৈভবে

হলুদ পাখির ডানার অমূল্য কারুকাজ ---



চারিদিকে আলো ম্লান, ঘিরে ধরে অন্ধকার

পৃথিবীতে আর কোনো নতুনের জিজ্ঞাসা না থাকায়

বলার মতো একটিও কথা না থাকায়

নিরর্থক দিনের উৎকীর্ণ কথায় কিছুটা আত্মমগ্ন ...

বোধ হয় এও সেই গনগনে অভিমান, কিছুটা প্রেম!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন