বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

কবিতা/রাণা রায়চৌধুরী


রাণা রায়চৌধুরী।। ইনবক্স


একটা ফালতু বাতাস, একটা বাতিল বাতাস ইনবক্সে ঢুকে পড়েছে


কোন দিকে দাঁড়াবো বুঝতে পারছি না


সিনিয়র সিটিজেন-এ ইন্টারেস্ট বেশি দেবে কোপাই নদী --- একথা বলল, এক

ঋতুমতী দোয়েল পাখি।


ল্যাপটপে সুন্দরীর বিজ্ঞাপন বিজ্ঞানের চেয়ে বেশি জোরে ছুটছে।


আমি কার পক্ষ নেব বুঝতে পারি না।

ঐদিকে সরলা অবলা, এইদিকে কাকের সবুজ ঘাসময় ইশারা।


একটা কিছু ঘটছে চারিদিকে।

কেউ হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ নক্ষত্রের আলোয় উদ্ভাসিত হতে চাইছে, কেউ কেউ আবার শীর্ষে যেতে চাইছে,

কাঠঠোকরা কাঠে মগ্ন, মাছরাঙা মাছে।


আমি পাখির পক্ষ নিই।

তুমি ন্যায়ের ব্যাখ্যা দিচ্ছ সন্ন্যাসীকে।

৩টি মন্তব্য: