বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

কয়েকটি কবিতা/অরুণ কুমার চক্রবর্তী



অরুণ কুমার চক্রবর্তী।। কয়েকটি কবিতা


ঢেউ
অশান্ত ঢেউরা আজ দুদ্দার ডাঙায় উঠে এসেছে
কেউ আজ স্থির নেই ,
অশান্ত ঢেউয়ের চাবুকে সবাই অস্থির ,
পাড়ায় পাড়ায় ঢেউ , গ্রামেগঞ্জে শহরে , বিশ্বাস ভাঙনে
আলোঅন্ধকারে , শিবিরে শিবিরে , পাড়ার টেবিলে , রান্নাঘরে ,
ধর্ষণে সঙ্গমে , ঢেউ , কী ভাবে সামলানো যাবে
আয় ঢেউ , তোর মাথায় নাচি ,বাঁশি হাতে , অস্ত্র হাতে সস্ত্র হাতে ,
আয় ঢেউ তোর মাথায় নাচি
চায়না থেকে ওই করাচী
চিনেই গেছি চিনেই গেছি
আয় ঢেউ তোর মাথায় নাচি
ছোবল দেয়া চির শমন
কলীয় দমন সার করেছি
তোর মারনে আমরা বাঁচি
আয় আয় তোর মাথায় নাচি
তোর মাথাটা চিবিয়ে বাঁচি


অশ্লীল এক
পথের পাঁচালির সেই করুণ দৃশ্যপট .....
হরিহর অনেকদিন পর বাড়ি ফিরেছেন ,
সংসারের টুকিটাকি জিনিসপত্তর...এটা ...সেটা
শেষে একটি আটপৌরে শাড়ি স্ত্রীর হাতে দিয়ে বললেন, এটা দুগ্গা মার্ জন্যে,
হরিহর তখনও জানেন না
দুগ্গামা নেই ....
করুণাময়ী সর্বজায়া শাড়িখানি দুহাতের মুঠোয় মুচড়ে ধরে নীরবে হুহু কেঁদে উঠলেন .....

ব্রেক
কনডম আর সুগন্ধি ফ্রেমে ঢাকা যৌন উত্তেজনার ঝকঝকে এডভার্টাইসমেন্ট উদ্ভিন্ন যৌনবতী যৌনবানের মাখামাখি কামজ বিলাস বিলাস... মিউজিক...

আমার আর নতুন করে বাকিটা দেখার মন থাকে না
বুকের মধ্যে একটা কষ্ট গুমরে ওঠে ....

অশ্লীল দুই
দুর্বিনীত টিভির রাক্ষুসে খিদের এবার চোখ পড়েছে
কচিকাঁচাদের ওপর ,
ঝলমলে ঝকঝকে ফ্লোর, চারদিকে উজ্জ্বল আলোর ঝলমলিয়া কারিকুরি,আহা মোহময় আলোর আলোকপুরী, উজ্জ্বল বিখ্যাত বিচারকদের বাহাবাহা চিৎকারে উজ্জীবিত শিশুদের দঙ্গল , উল্লাসে ফেটে পড়ছে দর্শক , ওখানে শিশুদের বাবামায়েরাও আছেন, উদগ্র মিউসিক মিউজিক গান .....
হায় বেবী সেক্সি সেক্সি .....
চুমা দেদে চুমা....
আজ রাতে মন্দ হোলে ক্ষতিকি ....

স্তনহীন বুকে দুলেদুলে উঠছে অদৃশ্য স্তনভার , কচি কোমরে পাছায় বয়স্ক ছন্দ
কচিকচি শিশুদের মুখে উদ্দাম যৌনবান যৌনাবতীদের উল্লাস , তীব্র উল্লাস শিশ , জব্বর হাততালি
ওপরথেকে ঝুলে আছে লক্ষলক্ষ টাকার গাজরের লোভ , আর গ্ল্যামারে গ্ল্যামারের রের বিমূর্ত থাবা


বিজয়ীদের সুতীব্র উল্লাস....
পরাজিতের চোখে টপটপ নোনা জল গড়াতে গড়াতে পৌছে সুকুমার মনের গভীরে ...
ব্রেক
অনেকদিন পর , ওই সব পরাজিত বিজয়ী কচিকাঁচাদের মুখগুলি খুঁজতে গিয়ে দেখি, ওদের ঠিকানা কোথাও পাওয়া যাচ্ছে না.....


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন