বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

কবিতা/চৈতালী চট্টোপাধ্যায়



ছবিঃ দেবাশিস সাহা

ছবিঃ দেবাশিস সাহা

চৈতালী চট্টোপাধ্যায় ।। স্মরণসভা ছুঁয়ে বেরিয়ে আসার পর



মোটা কার্পেট পাতা আছে।

শোক শর্তবিহীন চাকা।

কিছু গড়িয়েই থেমে গেছে।

'স্মার্ট কথা বুঝি ভালোবাসো?'

' এই ঘরে নয়,অন্তত!'

মাঝারি মাপের ছেলেমেয়ে

মৃদু রসালাপ সেরে নেয়।

মনমরা শাড়ি ঘুরছিল।

রুমালেতে মুখ মুছছিল।

আস্তে আস্তে সয়ে যাবে -

চুপিচুপি সে-ও বুঝছিল।

সন্ধে আসবে অজস্র,

সুখ,মাংসগন্ধ নিয়ে,

আজকের এই সাদা রং

দেখ,লাল হয়ে যাবে ধীরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন