বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

কবিতা/সুমিতাভ ঘোষাল



সুমিতাভ ঘোষাল।। আত্মজ ৮


পুনর্জন্মগুলি উড়ে যায়

আঁকাবাঁকা দুরূহ প্রপাতে

শুধু এইটুকু জেনে

পরাগরেণুর কোনও ব্যর্থতা নেই

ওরা সব নিজস্ব ক্ষত চুলকে

দালানেতে দোতারা বাজায়

মাধুকরী করে

একটা পায়ের ছাপ

দূরে চলে যায়

ক্রমবিলীয়মান

পরে আর দেখাও যায়না

তারপর পুনর্জন্মরা

হাত ধরাধরি করে নাচে

তখন কি চাঁদ এসে বলে ?

এভাবেও মরা যায় ?

এভাবেও মরে যাওয়া যায় ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন