বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

কবিতা/অমিত কাশ‍্যপ


অমিত কাশ‍্যপ।।রামরাজত্ব

শ্রাবণ ভাবলে বৃষ্টি এল, না ভাবলে
এখন সেই চেনা শহর নেই, সিগারেট, পানের দোকান
বন্ধ, সাহসী সারমেয়কুল
আড়াল নেয়, অনায়াস ছন্দে রাস্তা হাঁটি


এত শান্তির শহর আগে দেখিনি, পুলিশ নেই, প্রশাসন নেই
ফুটপাতবাসীও নেই, ম‍্যাজিক নাকি
মাঝে মাঝে পেছন ফিরি, কোনো ছায়া, কোনো নিশিডাক


রাত নয়, তবুও পাশে এসে দাঁড়ায়
বন্ধু ভাবলে বন্ধু, না ভাবলে
কারুর কিছু করার নেই, পেটোবাজ, প্রোমোটার সিঁধিয়ে গেল, রামরাজত্ব

1 টি মন্তব্য: