শনিবার, ২২ আগস্ট, ২০২০

আমাদের কথা ।। ২২ আগষ্ট, ২০২০ ।। মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৩

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৩।। ২২ আগষ্ট, ২০২০



আমাদের কথা


 

এই পৃথিবীতে কবিতা নিয়ে যে কোনও রকম উন্মাদনার সঙ্গী হতে চেয়ে ৬ বছর পূর্ণ করে প্রায় নিয়মিত প্রকাশের ধারাবাহিকতা অব্যাহত রেখে ৭ বছরে পা দিয়েছে মাসিক কবিতাপত্র৷ ২০১৩-র ১৫ আগষ্ট আনুষ্ঠানিক ভাবে একটি জেলাশহরের লাইব্রেরি কক্ষে প্রথম প্রকাশিত হয় এই কবিতাপত্রটি৷ গত ১৫ আগষ্ট বর্ষপূর্তি অথবা জন্মদিন সংখ্যা প্রকাশের মধ্যে দিয়ে কবিতাপত্র ৭ বছরে পা দিয়েছে৷ ২০১৬-র ১৭ সেপ্ঢেম্বর বাংলা আকাদেমির অবনীন্দ্র সভাগৃহে দু-দিনের কবিতা উৎসবের আয়োজন করেছিলাম আমরা৷ ১৭ সেপ্ঢেম্বর বাংলা ভাষার অন্যতম কবি বিনয় মজুমদারের জন্মদিন উপলক্ষে কবিকে নিয়েই একটি গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজিত হয়েছিল৷ এছাড়া ১৭ ও ১৮ এই দু-দিনের উৎসবে বাংলা ভাষার অনেক উল্লেখযোগ্য কবি অংশ নিয়েছিলেন৷ লকডাউন ঊঠলে আশা করা যায় এ বছরও কবিতা উৎসব হবে৷ আয়োজিত হবে সেমিনার৷ প্রকাশ পাবে বিশেষ সংখ্যাও৷ প্রায় প্রতিটি সংখ্যাই আমরা আনুষ্ঠানিকভাবে কলকাতার বিভিন্ন অঞ্চলে প্রকাশ করি৷ অবশ্যম্ভাবী ভাবে সঙ্গে থাকে কবিদের কবিতাপাঠ ও মুক্তচিন্তার বিনিময়৷ আমরা আগামী দিনেও এই প্রথা চালু রাখব৷ নতুন কবিদের সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার মাধ্যম হিসেবে যা খুবই গুরুত্বপূর্ণ৷ 
বেশিরভাগ লিটল ম্যাগাজিনের ক্ষেত্রে যা হয় আমাদের ক্ষেত্রেও তার ব্যত্যয় হল না৷ পত্রিকার ধারাবাহিকতা বজায় রাখা গেল না৷ শারদ সংখ্যা ছাড়াও বিশেষ বইমেলা সংখ্যার পর লকডাউন-এ বিশেষ কোয়ারাণ্টাইন সংখ্যার পর এই নবতম উদ্যোগ, সাপ্তাহিক অনলাইন। এই সংখ্যায় প্রকাশিত বিষয়গুলিও যথেষ্ট পাঠক-মনস্কতা পাবে বলেই আমরা মনে করি৷ অনেক প্রিয়জনের বিয়োগব্যথা এই কয়েকমাসে আমাদের সহ্য করতে হয়েছে৷ চলার পথের পরিচিত গাছের মতোই তাঁদের স্মৃতি আমরা বয়ে চলব আজীবন৷ যথেষ্ট ঝঁুকি নিয়ে আমরা এই সংখ্যা প্রকাশ করছি ‘আশায় মরে চাষা’ আপ্তবাক্যটি মাথায় রেখেই৷ এই নেটবন্দী যুগে বসেও আমরা আশা করছি পাঠক পত্রিকাটি অনলাইনে পড়বেন৷ মোবাইল-এ পড়লে  'ওয়েব ভার্সান' অপশন-এ যান, পড়তে সুবিধে হবে। আর আপনার মূল্যবান মতামত 'সাপ্তাহিক অনলাইন মাসিক কবিতাপত্র' ওয়েবসাইটে জানানোর অনুরোধ রইলো। তাহলেই আমাদের আয়োজন/উদ্যোগ সফল হবে। 

প্রতি শনিবার বেরোচ্ছে 'সাপ্তাহিক অনলাইন মাসিক কবিতাপত্র'। যাঁরা লেখা পাঠাতে চান, ইউনিকোড-এ টাইপ করে মেল করুন। পিডিএফ/জেপিজি-তে পাঠানো লেখা গৃহীত হয় না। 'সাপ্তাহিক অনলাইন মাসিক কবিতাপত্র'-এ লেখা পাঠানোর নিয়মাবলী বিশদে দেওয়া আছে। অনুগ্রহ করে তা মেনে চলুন। লেখা পাঠানোর মেল আইডি এখানে দিলামঃ masikkavitapatro@gmail.com

বলাবাহুল্য হিরণদা, শ্রদ্ধেয় শিল্পী প্রিয় হিরণ মিত্র-এর এতোগুলি কাজ 'মাসিক কবিতাপত্র'-কে সমৃদ্ধ করেছে। হিরণদাকে আবারও শ্রদ্ধা।

কবিতার জন্য আমাদের পাগলামি চলছে৷ চলবে৷

1 টি মন্তব্য: