সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০

শ্যামলকান্তি দাশ ৷৷ সেদিন দেখলাম তাঁকে

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৫।। ০৬ সেপ্টেম্বর, ২০২০  




শ্যামলকান্তি দাশ ৷৷ সেদিন দেখলাম তাঁকে


সুনীল গঙ্গোপাধ্যায় স্মরণীয়েষু

সেদিন দেখলাম তাঁকে খুব কাছে... এই তো এখানে,
আজ তিনি দশতলা বাড়ির চেয়ে আরও উঁচু
অনেকটাই দূরে,
বলছেন মনের কথা ঠাকুর-কবির সঙ্গে, হাসতে হাসতে,
দিকশূন্যপুরে৷

এখানেও কিনেছেন স্বপ্ণঘেরা লেখার টেবিল,
একটাকার বলপেন... বঙ্গলিপি খাতা...
লেখা আসছে লেলিহান, পাকিয়ে পাকিয়ে,
ছ’পাতা ন’পাতা৷

এখানেও করেছেন ‘একা এবং কয়েকজন’ বাড়ি

জানালায় পুঞ্জ মেঘ... তারাভর্তি শত শত বই
পুকুরে সাঁতার কাটছে সাদা হাঁস কালো হাঁস
আয় চই চই৷

সেদিন দেখলাম তাঁকে... ঠোঁটে জব্দ জ্বলন্ত আগুন
টবের লঙ্কাগাছে সাদা ফুল... দিকে দিকে অসীম বাতাস
আঁচড় কামড় নেই ময়লা কয়লা নেই... পরিস্কার পরিচ্ছন্ন
সুনীল আকাশ


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন