রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

তমাল লাহা ।। গল্পগাছা নয়

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৫।। ০৫ সেপ্টেম্বর, ২০২০ 



তমাল লাহা ।। গল্পগাছা নয়


এ কবিতা রহস্যের গল্পগাছা নয়।
প্রাজ্ঞের অহংকারে অভিভূত অন্ধকারও নয়,

এ কবিতা অন্তরের জমে থাকা ক্ষয় 
থেকে উঠে আসা জয় 
বলে আজ যদি মনে হয়,

তবে জেনো,এই তো সময়,

কোনো এক চিহ্ন  রূপে তাকে
রেখে দিও পাঁজরের নীড়ে,

গুপ্ত পিরামিডে।

আর সেই অনিমিখ তিমিরের তীরে
যদি পারো,
একা একা চোখ বুজে ব্যবচ্ছেদ কোরো,

কতটুকু ভুল ছিল, 

আর কত মিথ্যে দোটানা,
আমাদের এতদিন কানামাছি খেলা দিয়ে
বেমালুম ভুলিয়ে রেখেছে,

কোন্ ঘুম পার করে জেগে উঠে
হারিয়েছি সব,
আর কোন্ কলরব 
উৎস থেকে উৎসব যত

আমাদের অজান্তেই ছিনিয়ে নিয়েছে !!

তবুও আমরা আজও অদ্ভুত সে এক
একান্তের সম্পর্কেই বাঁচি।

আজও, 
ভাঙাবৃত্তে, খন্ডহরে রোজ,
বেশ 

বেঁচেবর্তেই আছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন