রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

রাজীব সিংহ ।। সুনীললোহিত

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৫।। ০৫ সেপ্টেম্বর, ২০২০


রাজীব সিংহ ।। সুনীললোহিত


কাকে কি কথা বলব!
সে কথা ভাবতে গিয়ে প্রথম আলোর স্পর্শে
অবগাহন আর কোথায় হল!

তুমি একটা বিরাট প্রান্তরের মাঝখানে একলা দাঁড়িয়ে 
মাথার চুল উড়ছে হাওয়ায় 
নোনা ঢেউ এসে ছুঁঁয়ে যাচ্ছে পদতল
আর কোথা থেকে একটা পাগল এসে
তোমার চারদিকে ভেংচি কাটতে কাটতে দুয়ো দিতে লাগলো
তুমি নিজে থেকে কীভাবে যেন যুক্ত হয়ে যাচ্ছো
একটা সুতোবিহীন লাটাইয়ের সঙ্গে
আত্মপ্রকাশের আকাঙ্ক্ষা আর জনগণমনদের বেঁচে থাকার ইচ্ছে
হাওয়ায় দুলতে দুলতে
দশতলার একফালি চেনা বারান্দায়
কাটাঘুড়ির মতো আটকে গেল...

কাকে কি কথা বলব! 
সকাল থেকেই বই হাতে তুমি,
এই গেস্টহাউসের চারিদিকে পাখিদের কিচিরমিচির
সোনালি রোদ আর উচ্ছৃঙ্খল চড়ুইপাখিরা---
তোমার হাতের আঙুলে কুণ্ডলী পাকাচ্ছে
বাদামি ধোঁয়া
শৈশব থেকে কৈশোর কীভাবে যেন দিকশূণ্যপুরে ভ্যানিশ্ ...

কাকে কি কথা বলব! 
বনলতা সেন অথবা নীরা এখন স্মৃতির শহর জুড়ে---
একটু একটু ছায়া ফেলে চলে যায় পড়ন্ত বিকেলের বেপরোয়া রোদ
চ্যাটার্জি ইনটারন্যাশনালের মতো উঁচু উঁচু বাড়িগুলোর গায়ে,
আর মধ্যরাত্রির এই কলকাতায় কবিদের বোতাম-ছেঁড়া শার্ট 
ঝুলছে হোর্ডিংয়ে কিঅস্কে সিগন্যালপোস্টে---
হু হু ঠাণ্ডা বাতাস বইছে,
রাস্তার ঘোর লেগে যাওয়া বাদামি আলোর নিচে
কুণ্ডলীপাকানো শ্বাপদ আর ভিখিরির ভিড়
এখন শীত...







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন