মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৫।। ০৬ সেপ্টেম্বর, ২০২০

রামকিশোর ভট্টাচার্য ।। কোলাজ
বৃষ্টি বাজছে জানলার কাচে ৷
একটা সেতার মল্লার খেলতে খেলতে
বদলে দিচ্ছে সন্ধ্যা ৷ কলমের একদিকে
নীল আর অন্যদিকে বিষণ্ণ,
সংকট ছুঁয়ে সময় চলেছে ...
সঙ্গে কিছু নিকুচি অভিমান,
ছোটো হ'তে হ'তে কখন যে
হারিয়ে গেল কাকাবাবু সন্তুর
মনখারাপ মোছা দুপুরগুলো
একটা সাদা কাগজে শুধু কিছু বাসন্তী রং লেগে আছে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন