মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

দেবাশিস বন্দ্যোপাধ্যায় ।। আসলে আমরা একলাই

মাসিক কবিতাপত্র অনলাইন ।। সংখ্যা ৬।। ০৬ অক্টোবর, ২০২০

দেবাশিস বন্দ্যোপাধ্যায় ।। আসলে আমরা একলাই



আমরা আসলে একলাই,
ভার্চুয়ালে আছি, পৃথিবীতে নই;
আরও একলা হচ্ছি - প্রতিনিয়তই।
চারপাশে ভীড়, অসহতায় গা ঘেঁষাঘেঁসি
শরীরী স্পর্শ, দুচোখে তাকান – 
ওটুকুই ব্যাস! কিছু কম বেশি।
প্রতি চুম্বন স্মৃতিতে জাগায় নোনতা স্বাদ,
আকাশে ভাসছে আধখাওয়া এক নোংরা চাঁদ।
আসলে একলা, একলা একলা এ পথ চলা,
একলা হাঁটা, একলা শোনা, একলা বলা –

অন্তহীন এ পথের শেষও আমার মতই জান তুমি।
বেছেছি নিজেই অজানা ঊষর মরুভূমি,
মরীচিকায় দেখেছি রঙ চৌষট্টি চাঁদের কলা,
নেচেছি জড়িয়ে প্রাণহীন এক উটের গলা।
পার হয়ে গিয়ে সামনে পেয়েছি মহাশ্মশান -
কারো নাক আজ নাগাল পায় না মৃত্যুঘ্রাণ।
মনে হয় সব জড়িয়ে রয়েছি বুকে পিঠে;
ছেলেমানুষিই আসলে দেদার ভার্চু সিটে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন