মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০

অরুণ কুমার চক্রবর্তী ।। দুটি কবিতা

মাসিক কবিতাপত্র অনলাইন ।। সংখ্যা ৬।। ০৬ অক্টোবর, ২০২০


অরুণ কুমার চক্রবর্তী ।। দুটি কবিতা



অলৌকিক চুম্বন


আমার এক করতলে চরাচর তোমার এক করতলে আকাশ আমরা কতদিন
প্রতীক্ষায় আছি ,
বড়ো দীর্ঘ কাল খোলা টাইম কল .....হইহই পড়ে যাচ্ছে জল , অবিরল অবিরল
ওইদূরে মিলনরেখা ,
দিগন্তে চুম্বনের স্বাদ
আমার করতলে চরাচর
তোমার করতলে আকাশ



খোলোস ছেঁড়ার পর


খোলসাটুকু ছিঁড়ে ফেলতেই বোঝা গেলো কবিতার খেলা ,স্নিগ্ধ স্থির ফাঁস আর সংসার শাঁসের আরাম ,
শব্দ মায়াজাল , রসের বাগান ,আগুনের মায়া উৎসভূমি .....
হয়তো এ ভাবেই রাজপথ শুঁড়িপথ মেঠোপথ হেটোপথ বাঁকাপথ , সোজাপথ পাশাপাশি চলে ....
নদের পাশে চলে নদী
রামীর পাশে হাঁটে মীরা
নারীর পাশে হাঁটে নীরা
অগ্রজের পাশে হাঁটে অনুজের দল ,
প্যাকেজে লাগেজে জোটে মধুকামী মধুমাসের চুদুরবুদুর খেলা ,
খেয়েপরে বেঁচেবর্তে থাকা বা আরো কিছু পাওয়ার লোভে শুধু বাঁচাটাই হয় , ঠিক ঠিক
বাচাটুকু কিছুতেই হয়ে ওঠে না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন