শনিবার, ২৯ আগস্ট, ২০২০

আমাদের কথা ।। মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৪।। ২৯ আগষ্ট, ২০২০

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৪।। ২৯ আগষ্ট, ২০২০



আমাদের কথা


দেখতে দেখতে আমাদের দেশ 'আনলক ফোর'-এর দোরগোড়ায়। হ্যাঁ, ভিনদেশী বন্ধু, যাঁরা 'মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইনে'র পাঠক, তাঁদের অবগতির জন্য জানাই যে পৃথিবীর অন্যতম বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতবর্ষে এই কোভিড ১৯ ভাইরাস-জনিত মহামারীর কারণে পৃথিবীর দীর্ঘতম লকডাউন পালিত হওয়ার পর 'আনলক ওয়ান', 'আনলক টু'... এভাবেই মহামারী মোকাবিলায় এগোচ্ছে আমাদের দেশ। এখনও পর্যন্ত বৃহত্তর যোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে শুরু করা যায়নি। অনাহারে নিত্য ভোগা দেশে হার্ড ইমিঊনিটির স্বপ্ন অনেকটা যেন সোনার পাথরবাটি। তবু সারা দুনিয়ার মতোই মরীয়া হয়ে লড়ছে একটা দেশ। লড়ছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আম্বুলেন্সচালক থেকে পুলিশকর্মী, ব্যাঙ্ককর্মী, গণপরিবহনকর্মী থেকে বহু ফ্রণ্টলাইনার। 'মাসিক কবিতাপত্র'-র পক্ষ থেকে তাঁদের স্যালুট। এই মহামারী কেড়েছে অনেক প্রাণ, সবাইকে শ্রদ্ধা। জানি না আরও কতোদিন এই অবস্থা চলবে! সারা দুনিয়া এখন তাকিয়ে আছে সেই অলীক ভ্যাকসিনের দিকে। আমরা জানি, শেষ পর্যন্ত জয় হবে মানুষেরই।
এ সংখ্যায় ব্যবহৃত সমস্ত ছবি হিরণদা, শিল্পী হিরণ মিত্র-র আঁকা। থাকলো কবি উৎপলকুমার বসুর স্বনির্বাচিত কবিতাগুচ্ছ ও অরুণেশ ঘোষ-এর অগ্রন্থিত দীর্ঘ গদ্য। এছাড়াও রইলো আমাদের প্রিয় উপন্যাস অ্যালবের কামু-র 'আউটসাইডার'-এর প্রেমেন্দ্র মিত্র-কৃত অনুবাদ। সম্পূর্ণ উপন্যাসটি রইলো এই সংখ্যায়। আগামী সংখ্যা থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হবে কামু-র আরেক প্রাসঙ্গিক ও আমাদের প্রিয় উপন্যাস 'দ্য প্লেগ'-এর বাংলা অনুবাদ। পাঠক স্বাগত। এছাড়াও এই সংখ্যায় ধারাবাহিক রচনাগুলি ও কবিতার বিভাগ তো রইলো। সাপ্তাহিক কাগজ চালানো খুব কঠিন। তবু কবিতা নিয়ে, শিল্প-সাহিত্য নিয়ে আমাদের উন্মাদনার নজির-স্বরূপ 'মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন' আপাতত চলছে। পাঠক, আপনার সমালোচনা/বক্তব্য আমাদের কাছে ভীষণ মূল্যবান। প্রতিটি লেখার নিচে আপনার বক্তব্য আপনি পোস্ট করতে পারেন। আর লেখা পাঠানোর নিয়মাবলী নিচেই রয়েছে, লেখা পাঠানোর আগে তা একবার পড়ে নিন। সকলে ভালো থাকুন। সাবধানে থাকুন। আগামী শনিবার আবার দেখা হবে। 

1 টি মন্তব্য: