শনিবার, ২৯ আগস্ট, ২০২০

সুজন ঘোষ ।। তিনটি কবিতা

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৪।। ২৯ আগষ্ট, ২০২০






সুজন ঘোষ ।। তিনটি কবিতা 


করোনাকালের ক্রান্তি


ভীষণ রকম বদলে গেছে সব!

আমার এ শহরে সুনসান নীরবতা

প্রশস্ত রাজপথে নেই কলরব।।



অলিতে-গলিতে নেই রিকশার শব্দ!

মিরপুর থেকে মতিঝিল,

নিজের নিঃশ্বাসেও চমকে উঠি, এমনই স্তব্ধ ।।



করোনাকালের ক্রান্তিতে মানুশের গন্ধমাখা এ শহরে,

হটাৎ থেমে যাওয়া যন্ত্রের আড়ালে,

ডেকে ওঠে এক সুকণ্ঠি পাখি, জনমানবহীন প্রান্তরে।।



এ শহরে আছে এমন পাখি জানিনি কখনও আগে !

ভীষণ ভয়ে বদলে গেছে সব, করোনাকালে;

আপাদমস্তক ভীষণ রকম নিরবতা আজ, শাহবাগে ।।



ঠোঁট শুকিয়ে আসে



এই বোশেখে না হয় আমি

বদ্ধ রবো ঘরে,

আবার তোমায় পাবো কি এই

কোয়ারেন্টাইন কাল পরে?

নাখ-মুখ আমার ঢেকে আছে

মহামারীর ত্রাসে,

আবেগ-ঘন অপেক্ষায় বাধা

ঠোঁট শুকিয়ে আসে।।

ঠিক কবে সেই ঋতুর মাসে

জানি বৃষ্টি এলে পর,

সব দ্বিধারা ভাসিয়ে দেবে

মন-কেমনের বর।।


করোনাকাল পরে



সকল মহামারী ত্রাস শেষে,

আমাদের অব্যক্ত সব কথা,

আবারও বলবো আকাশ তলে এসে।।



বৃষ্টি ঝরিয়ে ধুয়ে দেব সব যুদ্ধ জয়ের দাগ,

সন্ধ্যা ছায়ায় ভালোবাসা আবার

জানাবে তার অনুরাগ।।



আমাদের হাসিতে আবার নামবে রাত্রি

সকালে অ্যালার্ম ডাকে,

সারাদিনব্যাপী ফুটন্ত চায়ে, কত গল্প জমবে ফাকে।।



দিনশেষে আরো সহজ হবো, কিংবা আরও জটিল হবো পাছে।

তবুও না হয় বসবো আবার,

আরও আরো হৃদয়ের কাছে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন