শনিবার, ২৯ আগস্ট, ২০২০

স্মরণঃ বিমান মাহাতো

মাসিক কবিতাপত্র সাপ্তাহিক অনলাইন ।। সংখ্যা ৪।। ২৯ আগষ্ট, ২০২০


স্মরণঃ বিমান মাহাতো



বিমান মাহাতো ।। চাতক কাঁদছে কেন

চাতক কাঁদছে কেন, তুমিও কি মৃত্যু ভালোবাসো?
নাকি বাঁশবনে তুমি নিরিবিলি বাঘ দেখেছিলে?
ঝিলের জলের মাঝে তাই কি কম্পিত আজ একঝাড় বাঁশও?
এক মুহূর্তের জন্য তুমি কি কখনো দেখেছিলে
ঝিলের জলের মাঝে মিছে জলকেলি করে সাপ-মাছ-হাঁসও?
রূপটা তোমারি নাকি প্রতিবিম্বরাঙা দেখেছিলে?
বুড়ো অশ্বত্থের মতো হাসছে সাহেব বিবি তাসও।
তৃণভোজী ছাগলেরা ছিঁড়ছে না একরাশ ঘাসও।
চাতক কাঁদছে কেন, তুমিও কি মৃত্যু ভালোবাসো?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন