
বিপ্লব চক্রবর্তী।। মৃত্যু শুধু মেঘ হয়ে ঝরে পড়া
মেঘেরাও পরস্পরে কথা বলে হুটোপাটা করে ছোটে
ওদের তেপান্তর আছে আকাশের বিস্তীর্ণ রেখায়
অসহিষ্ণু মেঘেরা আজ ,খেলা নেই শুধু ভয়ঙ্কর সংঘাত
তুমুল হিংস্রতা দিয়ে চেপে ধরে নিজেদের টুঁটি
আগুনগোলক হয়ে ছিঁটকে পড়ে যায়
অবশেষে নরম নিরীহ কিছু মেঘ সংঘাত এড়িয়ে বৃষ্টি হয়ে নামে
পরম খুশিতে আমাদের সংসার সাজায়।
ফাঁকা হয় আকাশ উঠোন বেঁচে থাকে ছন্নছাড়া কিছু কিছু মেঘ
ছুটে যায় সমুদ্রের কাছে,' বলে তারা আমাদের ভাইবোন প্রতিবেশী দাও
ডেকে দাও ডেকে দাও হে প্রপিতামহী নিরত জলধি
তুমিও তো মেঘ হয়ে খেলেছিলে একদিন,লালিমায় রাঙা ছিলে
সংঘাতে কঠিন ভয়ঙ্কর অগ্নুৎপাতে শান্ত হয়ে বৃষ্টি হয়েছিলে
দিয়েছিলে ব্যাসার্ধ্যের সুখ দুঃখ কিংবা হাহাকার
এইতো পেয়েছি বেশ, আমাদের যেটুকু প্রাপ্য বৈরিতার অহংকার
চলো মেঘেদের কাছে যাই,শুরু করি আমাদের পুরনো শৈশব
মৃত্যু বলে কিছু নেই শুধু মেঘ হয়ে ঝরে পড়া।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন