দুটি কবিতা/রাজন গঙ্গোপাধ্যায়

রাজন গঙ্গোপাধ্যায়।।দুটি কবিতা
ঘাটের কথা
নদীর জলের কাছে ঘুমনো গাছের ডাল
আমাদের পায়রা-বাড়ি, স্রোতের টান
ভাবছি আলসেমি ছন্ন- দিনের শেষে
এমনও গল্পগাথা জমানো টিপ্পি আছে
এসবই ফেলে আসা বাতাবি খেলার মাঠ
কিশোরীপিঠের কাছে আঙুরগাছ
আমাকে নাও তুমি ঘাটের রূপকথা
পায়ের তলা থেকে উধাও দেশ
পরীর চোখের জল জাহাজভেঁপুর সুর
বিনয় মজুমদার আসবে না।
তাই যে তাকিয়ে আছে ফেরার চাকার ধুলো
আঙুলে লেগে তার হারমোনিয়াম...
শরৎ - এর রোদে
যেসব রোদ থেকে পালাতে চাই
যেসব হিমেল রৌদ্রে মাথাটা ঝিম মেরে আসে
তেমনই রোদ্দুর আজ সকালে
বাড়ির দাওয়াই থেকে দেখছি দূরে ঐ স্কুলবাড়ি
ভেসে আসা সহজ পাঠ - - এসেছে শরৎ হিমের
পরশ লেগেছে হাওয়ার পরে...
দীন- দুঃখিনী মাতৃভাষা যেন কেঁপে কেঁপে ওঠে যেন সে কাশফুল যেন সে লাজুক দুগ্গা- মা,
ভাই-এর হাত ধরে ছুট, হুশ করে ট্রেন চলে যায়
কোথায় যায় তারা?
বিগত দিনের ভাইবোন, কাশফুল ছেয়ে থাকা মাঠ,আলকাপের গান
আমাকে এমনই রোদ এসব ভাবায়, আমি ভাবনার সাথে কথা বলি একা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন