এক. রাতের দিকে তাকিয়ে কত টিপ্পনি হল স্বপ্ন দেখার আশায় নামা হল সাবেক গভীরে ! ছিটে ফোঁটা কষ্ট না থাকলেও বিজ্ঞাপিত কষ্টের আলোয় উল্টে পাল্টে গেল কষ্টের সংজ্ঞাটিও... এবার একদিন জানলাটি দেখিয়ে দেবে- কত শ্যাওলা জমেছে শরীরে .. আবছা গোঙানি রিংটোন হয়ে বেজে যাবে এ মিথ্যে থেকে ও মিথ্যের সংসারে ৷ সে জীবনে তুমি শুধু ধারাবাহিকতা ছাড়া কিছু নয়।
দুই. মশল্লার গন্ধ বাজছে দৃশ্যের আড়ালে মরশুমি প্রস্তাবেরা টলটল করছে অন্যের জীবনে .. নীলছকে হেঁটে যেতে যেতে বোঝাই গেল না কত গভীরে সামান্য সোহাগার ছোঁয়ায় গলে যাচ্ছে সুবর্ণগোলক... বাঁকাচোরা স্মৃতিচোখ পড়েই চলেছে - আরোগ্যরাতে চুঁয়ে নামা কাব্যনাটক...
তিন. রঞ্জন থেকে গাছ ৷ গাছ থেকে রঙবাজি .. তারপর আঁকাবাঁকা মেঘপল্লীর চড়াই -উৎরাই, সামনের কয়েকটা আলোয় মরচে ধরেছে কু ঝিক ঝিক গাইতে গাইতে এগিয়ে চলা রাত বদলে দিচ্ছে মরচের রঙ, এতদিন চক্রব্যূহ ...ভেল্কি ভেবে আদল বদল ...তবু ঠিকানা পরিবর্তনের রাতে গল্পের শিরোনাম বলাই হলনা...
শিখছি আর শুধুই শিখছি।
উত্তরমুছুনশিখছি আর শুধুই শিখছি।
উত্তরমুছুনখুব ভালো লাগল দাদা।
উত্তরমুছুনখুব ভালো লাগল দাদা।
উত্তরমুছুনখুব ভালো লাগল দাদা।
উত্তরমুছুনভালো লাগলো।
উত্তরমুছুন